২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যমুনার পানি কমছে, মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

যমুনার পানি কমছে, মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে বাঙ্গালী নদীর পানি বাড়লেও বিপদ সীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সারিয়াকান্দির কালিতলা পয়েন্টে বৃহস্পতিবার সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজান থেকে নেমে আসা ও পাহাড়ী ঢলের পানি যমুনায় বৃদ্ধির ফলে উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নসহ সদর ইউনিয়নের নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে পাট, শাকসবজি, বীজতলাসহ বিভিন্ন ফসল ডুবে গেছে এবং ৮০০ পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পানি ৩ সেন্টিমিটার কমেছে। যমুনার পানি কমলেও বেড়েছে বাঙ্গালী নদীতে।

এদিকে যমুনা নদীর হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে টুকু মিয়া (৪৮) নামের এক কৃষক পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি যমুনা নদীতে মাছ শিকারের জন্য নদীতে নামলে পানির স্রোতে ডুবে মারা যান। তার স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।


আরো সংবাদ



premium cement