২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড -

নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবী পালের আদালত এ অর্থদণ্ড দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মালঞ্চি, তমালতলা, সালাইনগর, জিগরী, আজগর মোড় ও জামনগর বাজারে অভিযান চলান ইউএনও। এই অভিযান পরিচালনার সময় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখার দায়ে মোট সাত হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

একই সাথে উপজেলাকে করোনা মুক্ত রাখার জন্য সকলকে ঘরে থাকতে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানান।

এসময় বাগাতিপাড়া মডেল থানার এস আই রাকিবুল ইসলাম রাকিবসহ কয়েকজন পুলিশ সদস্য সাথে ছিলেন।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, এমন অভিযান অব্যহত থাকবে।


আরো সংবাদ



premium cement