২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

কাজিপুরে এসএসসির ফলাফলে শীর্ষে তারাকান্দি উচ্চ বিদ্যালয়

কাজিপুরে এসএসসির ফলাফলে শীর্ষে তারাকান্দি উচ্চ বিদ্যালয় -

রোববার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ বছর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সাধারণ শাখায় ৬টি কেন্দ্রে ৪১২৬ জন, কারিগরি শাখায় ৪টি কেন্দ্রে ৫৫৩ জন ও ১টি মাদরাসা কেন্দ্রে ২৮৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে উপজেলার ঐতিহ্যবাহী তারাকান্দি উচ্চ বিদ্যালয় সবার শীর্ষে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৮ জন, এর মধ্যে ৪৮ জন জিপিএ ৫-সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

দ্বিতীয় স্থানে রয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয়। এ বছর এ প্রতিষ্ঠান থেকে ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ২৪ জন জিপিএ ৫-সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি শাখায় ৮ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার শীর্ষ স্থানে রয়েছে।

এছাড়াও গান্ধাইল উচ্চ বিদ্যালয়ে ৬৭ জন জিপিএ ৫, শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ২৯ জন জিপিএ ৫, আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ে ২৬ জন জিপিএ ৫ ও চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ে ২০ জন জিপিএ ৫ পেয়েছে।


আরো সংবাদ



premium cement