১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় রেকটিফাইড স্পিরিট পানে ২ জনের মৃত্যু

-

বগুড়ার ধুনটে রেকটিফাইড স্পিরিট পানে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট বাজারে তারা স্পিরিট পান করেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ঈশ্বরঘাট গ্রামের আব্দুর রশিদের পুত্র কসাই আল আমিন (২৮) ও একই গ্রামের হাফিজুর রহমানের পুত্র গাড়ি চালক আব্দুল আলিম (৩০)। এসময় লালন (৩০) নামে আরো একজন অসুস্থ হয়েছে। তবে সে কোথাও চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। সে একই গ্রামের মোজাম্মেল হকের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে তারা এক সাথে পাঁচজন ঈশ্বরঘাট বাজারে এক সাথে রেকটিফাইড স্পিরিট (আরএস) পান করে। এরপর তারা বাসায় ফিরলে অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে আল আমিন রাতে অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে মারা যান। সে পেশায় একজন কসাই। তার অপর সাথী আব্দুল আলিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে ধুনট হাসপাতাল নেয়া হয়। গুরুতর অসুস্থ্য হলে সেখান থেকে রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি মারা যান। তিনি ঢাকায় গাড়িচালক বলে জানা গেছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মন্ডল আব্দুল আলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মদ জাতীয় কিছু পান করে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়না তদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় মাদক সেবীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল