২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ায় দুই নার্সসহ নতুন আক্রান্ত ১১

বগুড়ায় দুই নার্সসহ নতুন আক্রান্ত ১১ -

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালের দু’জন নার্সসহ আরো ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার রাত ৯টায় তিনি জানান, বগুড়া সদরের ৬ জন, কাহালু, ধুনট, শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলা উপজেলায় একজন করে আক্রান্ত হয়।

সদরের ৬ জনের মধ্যে শহরের ঠনঠনিয়ায় ঢাকা ফেরত একজন, রহমান নগরের একজন (স্থানীয়ভাবে আক্রান্ত ), নাটাইপাড়ার একজন, মালগ্রাম দক্ষিণপাড়ার একজন, নিশিন্দারার একজন (পেশায় শজিমেকের নার্স) ও পালশার একজন (পলাতক)। বগুড়া সদরের বাইরে যারা আক্রান্ত তাদের মধ্যে ঢাকা ফেরত সোনাতলার চরপাড়ার একজন, শিবগঞ্জের মোকামতলার একজন, ধুনটের চিকাশীর একজন, শাজাহানপুর শাকপালার একজন ও কাহালু পরীব কুলতলার একজন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ২ জন। তাদের বাসা রহমাননগর ও শাকপালায়।

মঙ্গলবার শজিমেক হাসপাতালের ৯৪টির ফলাফলে বগুড়া জেলার ৯০টির মধ্যে ১১টি পজিটিভ ও বাকি ৪টি জয়পুরহাটের সব নেগেটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৯০ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬জন, মারা গেছেন একজন ও চিকিৎসাধীন রয়েছেন ১৭৩ জন।


আরো সংবাদ



premium cement