২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পোরশায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়

পোরশায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় -

সোমবার শেষ বিকেলে নওগাঁর পোরশা উপজেলায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মোবারক হোসেন প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়।
১০ মিনিটের ওই ঝড়ে প্রতিষ্ঠানটির ক্লাসরুমের দেয়াল ভেঙে টিনের ছাউনি উড়ে গেছে।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মওদুদ আহম্মদ জানান, ওইদিন সন্ধ্যার কিছু আগে হঠাৎ আকাশে ঘন কালো মেঘ দেখা দেয়ার পরপরই ঝড় শুরু হয়। এতে বিদ্যালয়টির শ্রেণি কক্ষের টিনের চাল সম্পূর্ণরূপে উড়ে যায়। ফলে, প্রতিবন্ধি শিক্ষার্থীদের ফিজিও থেরাপি দেওয়ার সামগ্রী, বই খাতাসহ বিভিন্ন জিনিসপত্র বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এছাড়াও অফিসের আসবাবপত্র ভেঙে গেছে এবং অনেক টিন উড়ে গিয়ে দুমড়ে-মুছড়ে গেছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, নিজস্ব অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটি করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত ছুটির জন্য বন্ধ আছে। পড়ালেখা আরম্ভ হলেই খোলা আকাশের নিছে প্রতিবন্ধি শিশুদের বসতে হবে বলে জানান। তাদের কোন ফান্ড না থাকায় খুব দ্রুত মেরামত করা যাবে না বলেও তিনি জানান।
প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, তিনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেনকে নিয়ে মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা যায় এজন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে আবেদনের জন্য বলা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে যান এবং সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন।

অপরদিকে ওই ঝড়ে সহড়ন্দ গ্রামের অধিবাসী ও পত্রিকা বিক্রেতা আব্দুস সবুরের বাড়ির সীমানা প্রাচির ভেঙে গেছে বলে জানা যায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার আম চাষীরা তাদের বাগানের আম ঝরে গেছে এবং তাদের কিছু ক্ষতি হয়েছে বলে জানান।


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল