১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পোরশায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়

পোরশায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় -

সোমবার শেষ বিকেলে নওগাঁর পোরশা উপজেলায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মোবারক হোসেন প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়।
১০ মিনিটের ওই ঝড়ে প্রতিষ্ঠানটির ক্লাসরুমের দেয়াল ভেঙে টিনের ছাউনি উড়ে গেছে।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মওদুদ আহম্মদ জানান, ওইদিন সন্ধ্যার কিছু আগে হঠাৎ আকাশে ঘন কালো মেঘ দেখা দেয়ার পরপরই ঝড় শুরু হয়। এতে বিদ্যালয়টির শ্রেণি কক্ষের টিনের চাল সম্পূর্ণরূপে উড়ে যায়। ফলে, প্রতিবন্ধি শিক্ষার্থীদের ফিজিও থেরাপি দেওয়ার সামগ্রী, বই খাতাসহ বিভিন্ন জিনিসপত্র বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এছাড়াও অফিসের আসবাবপত্র ভেঙে গেছে এবং অনেক টিন উড়ে গিয়ে দুমড়ে-মুছড়ে গেছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, নিজস্ব অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটি করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত ছুটির জন্য বন্ধ আছে। পড়ালেখা আরম্ভ হলেই খোলা আকাশের নিছে প্রতিবন্ধি শিশুদের বসতে হবে বলে জানান। তাদের কোন ফান্ড না থাকায় খুব দ্রুত মেরামত করা যাবে না বলেও তিনি জানান।
প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, তিনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেনকে নিয়ে মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা যায় এজন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে আবেদনের জন্য বলা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে যান এবং সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন।

অপরদিকে ওই ঝড়ে সহড়ন্দ গ্রামের অধিবাসী ও পত্রিকা বিক্রেতা আব্দুস সবুরের বাড়ির সীমানা প্রাচির ভেঙে গেছে বলে জানা যায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার আম চাষীরা তাদের বাগানের আম ঝরে গেছে এবং তাদের কিছু ক্ষতি হয়েছে বলে জানান।


আরো সংবাদ



premium cement
দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল

সকল