২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কাজিপুরে পর্যটন ও ইকোপার্ক

দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কাজিপুরে পর্যটন ও ইকোপার্ক -

ঈদের আনন্দ ভাগাভাগি করে একটু বিনোদন উপভোগ করার জন্য সোমবার ও মঙ্গলবার পর্যন্ত দেখা যায় ভ্রমণপিপাসুদের ভিড়। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর পাড়ে মেঘাইয়ে ও ঢেকুরিয়াতে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ইকোপার্ক এলাকায় মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে পর্যটন ও ইকোপার্ক এলাকা। ঈদের দিন থেকেই লেগে আছে ভিড়। দ্বিতীয় পর্যন্ত কমতি ছিল না।

সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিপাসুরা সৌন্দর্য ও বিনোদনের জন্য চলে আসে পর্যটন কেন্দ্র ও ইকোপার্কে। অত্র অঞ্চলের অনেকেই এ পর্যটন কেন্দ্রে ও ইকোপার্কে ছুটে এসেছেন। পর্যটন কেন্দ্র ও ইকোপার্কের চারপাশজুড়েই রয়েছে ঘুরতে আসা মানুষের ভিড়। শিশু, তরুণ-তরুণী, মধ্য বয়স্ক ও বৃদ্ধ সববয়সী মানুষেরই দেখা মিলল এখানে। প্রকৃতির ধারণ করা স্নিগ্ধরূপ সবার চোখে-মুখেও দেখা যায় প্রশান্তির ছাপ। এমন মনোরম পরিবেশে কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউবা বসে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন।

পর্যটন ও ইকোপার্ক এলাকায় ঘুরতে আসা বগুড়ার শেরপুরের এক ব্যবসায়ী শাহাদৎ হোসেন। তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার ভ্রমণপিপাসুদের বেশি ভিড় নেই।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান জানান, গত বছরের চেয়ে এবার ভ্রমণপিপাসুদের সংখ্যা কম।


আরো সংবাদ



premium cement