২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নাটোরে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নাটোরে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড - ছবি: নয়া দিগন্ত

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে নাটোরের বাগাতিপাড়ায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দেবী পালের আদালত এ দণ্ডাদেশ দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউএনওর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালিত হয়।

এসময় মালঞ্চি, দয়রামপুর বাজারসহ কয়েকটি বাজারের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা দেখতে পেয়ে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য করার দায়ে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

একইসাথে উপজেলাকে করোনামুক্ত রাখার জন্য সকলকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement

সকল