২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ায় আগামী সপ্তাহে শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা

বগুড়ায় আগামী সপ্তাহে শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা - সংগৃহীত

বগুড়ায় করোনাভাইরাসের পরীক্ষার জন্য ল্যাব স্থাপন হতে যাচ্ছে বগুড়ায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষার জন্য মেশিন পৌঁছেছে। এরপর পরীক্ষার জন্য ল্যাব তৈরী হলে আগামী এক সপ্তাহের মধ্যে বগুড়ায় করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, মন্ত্রানালয়ে নির্দেশনায় ল্যাবরেটরী চালুর জন্য অভ্যন্তরীণ প্রস্তুতির কাজ চলছে। হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে এই ল্যাব চালু করা হবে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল জানান, পিসিআর (পলিমার চেইন রিএ্যাকশন) ল্যাবের মেশিনটি আজ (বৃহস্পতিবার) বগুড়ায় এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বগুড়া ল্যাব থেকে পরীক্ষা করা যাবে। এছাড়াও ঢাকার বিশেষজ্ঞ দল এসে বগুড়ার কর্মকর্তা ও কর্মচারিদেরও সকল বিষয়ে প্রশিক্ষিত করে তুলবেন। বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে করোনা সনাক্তের জন্য নমুনা রাজশাহী ল্যাবে পাঠানো হচ্ছে। ফলে সময় ও খামেলা দুটোই কমবে।


আরো সংবাদ



premium cement