২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

একদিনের বেতন অসহায়দের দান করবেন ইবি শিক্ষকরা

একদিনের বেতন অসহায়দের দান করবেন ইবি শিক্ষকরা - সংগৃহীত

করোনা পরিস্থিতিতে অসহায়দের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষকদের এক দিনের বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার সমিতির পক্ষ থেকে সকল শিক্ষকদের এ তথ্য জানানো হয়।

বেতন কেটে নেয়ার এ বিষয়ে কারো আপত্তি থাকলে সাত এপ্রিলের মধ্যে সমিতির সভাপতি বা সম্পাদককে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যথায় সম্মতি আছে বলে ধরে নেয়া হবে বলেও জানানো হয়। এছাড়া ইবি পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে তা সমিতিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে অসহায়দের সহায়তায় আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। শিক্ষক সমিতির এ উদ্দ্যোগটি প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, জাতির এ সংকটের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সহায়তা একান্ত কাম্য। ইবি শিক্ষক সমিতির এ ইতিবাচক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্দ্যোগ। সকল শিক্ষকদের এতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে অসহায়দের কথা চিন্তা করে শিক্ষকদের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পরেও কারো আপত্তি থাকলে জানাতে বলা হয়েছে। আশা করি কেউ দ্বিমত পোষণ করবে না। অসহায়দের সহায়তায় সকল শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে : আইজিপি সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল

সকল