১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ার সেই শিশুর লাশ পুলিশ পাহারায় দাফন

-

পুলিশী পাহারায় বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে মারা যাওয়া ১৩ বছর বয়সী শিশুর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় দড়ি সোনাকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুসা মিয়া, এসআই আরিফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ কয়েকজন নিকটজন উপস্থিত ছিলেন। তারা পিপিই পরিহিত ছিলেন বলে জানা গেছে। এর বাইরে কাউকে দাফনে অংশ নিতে দেয়া হয়নি।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান জানান, মৃতের বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, শিশুটিকে ইসলামী রীতি অনুযায়ী জানাযা ও দাফন করা হয়েছে।

এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৩ বছরের এক শিশুকে বুধবার বিকেল সাড়ে ৩টায় করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায়।

আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডাঃ শফিক আমিন কাজল জানান, শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে পাঠানো হয়েছে। তবে টেস্ট রিপোর্ট বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জানা যায়নি।


আরো সংবাদ



premium cement