২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় আক্রান্ত নন জয়পুরহাটের ৩ রোগী

- নয়া দিগন্ত

আক্কেলপুরের গোপীনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আইসোলেশন সেন্টারে ভর্তি হওয়া তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

জেলা স্বাস্থ্য বিভাগ শনিবার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠিয়েছিল। মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, ‘জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আইএইচটি আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা কালাই ও ক্ষেতলাল উপজেলার তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।’

জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি সর্ম্পকে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে নতুন করে আরও চারজন হোম কোয়ারেন্টাইনে ও একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন। এ ছাড়া পাঁচজন রয়েছেন আইসোলেশনে। তাদের মধ্যে চারজন আইএইচটিতে ও একজন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে রয়েছেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে জেলায় মোট ১৩৭ জন কোয়ারেন্টাইনে রয়েছেন বলে সিভিল সার্জন জানান। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement