২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ায় করোনার মধ্যে বাল্যবিয়ে, বরসহ ৮ জনকে দণ্ড

বাল্যবিয়ে - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ কল্পে সারাদেশে যে কোনো ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে বগুড়ার শিবগঞ্জে বাল্যবিয়ের প্রস্তুতি নেয়া হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বরসহ ৮ জনকে আটক করে।

রোববার দিবাগত রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার আলাদিপুর পাথারের পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলাদিপুর পাথারের পাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সীমা খাতুনের (১২) সাথে একই উপজেলার আমজানি গ্রামের আবুল কালামের ছেলে সাকিবের (২০) বিয়ে ঠিক হয়। সে মোতাবেক বরপক্ষ কয়েকজন বরযাত্রী নিয়ে ওইদিন কনের বাড়িতে আসেন।

রাত তখন ১০টা বা তার বেশি। বরযাত্রীদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। চলছে বিয়ের প্রস্তুতি। এমন সময় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর হাজির হন। সাথে সঙ্গীয় ফোর্স।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের বাবা-মা পালিয়ে যান। পুলিশ বর সাকিব, কনে সীমা খাতুন, বরযাত্রী জিয়াউল ইসলাম, সবুজ, কলিম উদ্দিন, ফারুক, সুমন, রব্বানী ও আশরাফ আলীকে আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর ভ্রাম্যমাণ আদালতে কনে ছাড়া অপর ৮ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আটকৃতরা জরিমানার টাকা পরিশোধ করার পর ছেড়ে দেয়া হয়। কনেকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়।


আরো সংবাদ



premium cement