১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাণীনগরে বিদেশফেরত ৭৬ জনের খোঁজ জানে না কেউ

রাণীনগরে বিদেশফেরত ৭৬ জনের খোঁজ জানে না কেউ - ছবি : সংগৃহীত

চলতি মাসে বিভিন্ন দেশ থেকে নওগাঁর রাণীনগর উপজেলায়  ফিরেছেন ৯১ জন প্রবাসী। এর মধ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রসাশনের তালিকায় হোম কোয়ারেন্টাইনে থাকা মাত্র ১৫ ব্যক্তির হদিস মিলেছে। বাকী ৭৬ জনের খোঁজ জানে না প্রসাশন ও স্বাস্থ্য বিভাগ। ফলে বিদেশফেরত ব্যক্তিদের দেহে সংক্রমন থাকলে অবাধ চলা ফেরার কারণে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পরার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

জেলা সিভিল সার্জন আখতারুজ্জামান বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শনিবার রাত পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নওগাঁর রাণীনগর উপজেলায় ৯১ জন ফিলেছেন। এদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা।

সিভিল সার্জন এমন খবর জানালেও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রসাশনের নজরে শনিবার বিকেল পর্যন্ত মাত্র ১২ জন থেকে রোববার দুপুর পর্যন্ত আরো তিন জন বেড়ে ১৫ জনে পৌঁছেছে। এছাড়া বাকী আরো ৭৬ জন তারা হোম কোয়ারেন্টাইনে আছেন কি না বা কারা এই ৭৬ জন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএইচএম ইফতেখারুল আলম খান বলেন, এপর্যন্ত আমরা হোম কোয়ারেন্টাইনে থাকা ১৫ জনের খোঁজ পেয়েছি এবং স্বাস্থ্য কর্মীরা নজদারী করছেন। বাকীদের সন্ধান করা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, বিদেশফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তালিকা অনুযায়ী বাকী ৭৬ জনকে শনাক্ত করে হোম কোয়ান্টোইনে থাকতে মাঠ পর্যায়ে খুবই জোরালোভাবে কাজ চলছে।


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল