২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাণীনগরে বেশি দামে পণ্য বিক্রি করায় পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

-

নওগাঁর রাণীনগরে বিভিন্ন নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করেছে। শনিবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেঁয়াজ  দুইজন ব্যবসায়ীসহ ৪ জনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, করোনাভাইরাসের প্রকোপ ও এর আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা হঠাৎ করেই রাতা-রাতি পেঁয়াজ, রসুন, চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিন উপজেলার ত্রিমোহনী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় ভোক্তা অধিকার আইনে পাইকারী ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে ৫ হাজার টকা ও লালু আহম্মদকে ৫ হাজার টাকা জমিরমানা করা হয়।

এছাড়া শুক্রবার বিকেলে আবাদপুকুর বাজারে মুদি দোকানদার দুই জনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।


আরো সংবাদ



premium cement