২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জয়পুরহাটে নসিমন উল্টে নিহত ২

- নয়া দিগন্ত

জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়া পাড়া এলাকায় গরুবোঝাই নসিমন উল্টে মঙ্গলবার দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার কালাই উপজেলার পুনটের আবু তালেব (৩৪) এবং একই উপজেলার পূর্ব দুর্গাপুরের রাজু আহম্মেদ (৩১)।

জয়পুরহাট সদর থানার ওসি শহরিয়ার খান জানান, উপজেলার পুনট হাট থেকে নসিমনযোগে গরু নিয়ে কয়েকজন ব্যবসায়ী জেলার সীমান্তবর্তী পাঁচবিবি হাটে যাচ্ছিলেন। বানিয়া পাড়া এলাকায় পৌঁছার পর বেলা ১১টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১১ জন যাত্রী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আবু তালেব ও রাজু আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহত ৯ জন বর্তমানে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement