২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাবেক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধের

সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে মঙ্গলবার সাবেক স্ত্রীর দ্বারা নির্যাতন ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাজী গিয়াস উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ। নিজের বসতভিটায় থাকতে না পেরে সমাজের বিভিন্ন জনের দ্বারে ঘুরে অবশেষে সংবাদ সম্মেলন করছেন বলে জানিয়েছেন তিনি।

হাজী গিয়াস উদ্দিন মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘পাঁচবিবির কাদেরপাড়া এলাকার শিউলী বেগমকে ২৪ বছর আগে আমি বিয়ে করি। বিয়ের পর আমাদের সংসারে ৩ সন্তানের জন্ম হয়। সংসার করার সময় ৯ দশমিক ৭৫ শতক জমি কিনে তারমধ্যে ৩ দশমিক ২৫ শতক জমি শিউলি বেগমের নামে লিখে দেই। ওই অংশে আমরা বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করি। কিন্তু গত ৫ বছর আগে শিউলি বেগম আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে সাগর নামে এক ট্রাকচালকের সাথে বসবাস শুরু করেন। এসময় তিনি আমার বাসা থেকে সাড়ে ৫ লাখ টাকার জিনিস চুরি করে নেন ও জমির দলিল তার নামে হওয়ায় আমাকে বসতভিটা থেকে বের করে দেন। এ ব্যাপারে আমি ২০১৯ সালের ২৩ নভেম্বর পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নম্বর-১২০২।’

তিনি আরো বলেন, ‘পরে আমি শিউলি বেগমকে তার ৩ দশমিক ২৫ শতক জমি নিয়ে বাকি ৬ দশমিক ৫০ শতক জমি আমার দখলে ফেরত দিতে বলি। কিন্তু শিউলি বেগম জমির দখল দিতে অস্বীকার করেন। উল্টো সন্ত্রাসী দিয়ে আমাকে ভয়ভীতি ও হুমকি দেন এবং গত ১৩ মার্চ আমাকে বাড়ি থেকে বের করে দেন।’

‘আমি ঘটনাটি পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। তাই নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করছি। যেকোনো সময় আমার প্রাণনাশের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে প্রশাসনসহ সকলের নিকট আবেদন আমার ৬ দশমিক ৫০ শতক জমির দখল আমাকে বুঝিয়ে দিন। তাহলে আমি বসবাস করতে পারব’, বলেন তিনি।


আরো সংবাদ



premium cement
বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

সকল