২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত ধর্ষক রিপন - নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষকের নাম রিপন আহমেদ আকাশ (২৬)। ধর্ষিত নারী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে। অভিযুক্ত ধর্ষক রিপন ওই গ্রামের আপেল উদ্দিনের ছেলে।

ধর্ষিতা ওই নারীর বাবা ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামের বাসিন্দা নারীর ২৫ দিন আগে পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার ঘোনাগাইনজালী গ্রামে বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহ পরই ওই নববধূ অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাকে সিরাজগঞ্জ শহরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে শারীরিক পরীক্ষার পর রিপোর্টে ওই নববধূ সাত মাসের গর্ভবতী বলে জানা যায়। এরপরই তাৎক্ষণিক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় ও পরে ডিভোর্স দেয়।

পরে নিজের পরিবারের সদস্যদের কাছে ওই নববধূ সমস্ত ঘটনা স্বীকার করে বলেন, অভিযুক্ত ধর্ষক রিপন তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

তিনি আরো জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত রিপন আমাকে ধর্ষণ করে। পরে অন্তঃসত্ত্বা হয়েছি শুনে সে আমার গর্ভের সন্তান নষ্ট ও আমাকে হত্যার হুমকি দেয়। তাই ভয়ে কাউকে কিছুই জানাইনি।

এদিকে এ প্রসঙ্গে অভিযুক্ত ধর্ষক রিপনের পরিবার কথা বলতে রাজি হয়নি।

জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু সরকার ঘটনার কথা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক। এর উপযুক্ত বিচার করা হবে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো: মাহবুবুল আলম বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল