১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শিবগঞ্জে ৩‘শ বেকার মহিলাকে সেলাই প্রশিক্ষণ

শিবগঞ্জে ৩‘শ বেকার মহিলাকে সেলাই প্রশিক্ষণ - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার শিবগঞ্জে আর্তসামাজিক নারীর ক্ষমতায় ও উন্নয়নে বেকার মহিলাদের কর্মী করে গড়ে তোলার লক্ষ্যে ৩ মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ৩‘শ বেকার মহিলাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। শুক্রবার স্বেচ্ছাসেবি সংগঠন শ্যামল বাংলা সংস্থার নিজ উদ্যোগে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সমাজসেবা কর্মচারী সমিতির সাবেক চেয়ারম্যান মো. ওয়ারেছ আলী তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।  

শ্যামল বাংলা সংস্থা (এসবিএস)‘র নির্বাহী পরিচালক মোছা. শাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মার্কেটিং) শামসুল আলম, শিবগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, শিল্পপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সিঙ্গারের এরিয়া ম্যানেজার সামস আল আরেফিন, বিশিষ্ট ব্যাংকার ও মানবাধিকার কর্মী মোঃ আব্দুস সালাম।

মোঃ জাকির হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে সংস্থার পরিচালক মোঃ রুবেল, সামাদসহ প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement