২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ার শেরপুরে বেশি দামে লবণ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শেরপুরে লবণের বাজার নিয়ন্ত্রণে অভিযান - ছবি : নয়া দিগন্ত

লবণের দাম বেড়ে যাওয়ার গুজবে অস্থির হয়ে উঠেছে বগুড়ার শেরপুরের বাজারগুলো। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন খুচরা ও পাইকারি দোকানগুলোতে।

এদিকে, লবণের দাম বৃদ্ধির খবর শুনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ উপজেলার হাটখোলা বাজারের দোকানগুলোতে অভিযান চালান। এ সময় আকাশ দত্তর পাইকারি দোকান ভাই ভাই স্টোর ৫০ কেজি বস্তা ৫ শ’ টাকার স্থলে ১২ শ’ টাকায় বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকেই লোকমুখে লবণের মূল্য বেড়ে যাওয়ার খবর শুনে বেলা বাড়ার সাথে সাথে শেরপুর হাটখোলা, রেজিস্ট্রি অফিস, দুবলাগাড়ী, বটতলা, মির্জাপুর, মহিপুর, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। ফলে ক্রেতাদের সামাল দিতে দোকানীদের বেগ পেতে হয়। ছোট-বড় দোকানগুলোর ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় লবণ বিক্রি বন্ধ করে দেন।

বাজার ঘুরে দেখা যায়, লবণ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। এই সুযোগে অনেক লবণ ব্যবসায়ী খোলা লবণ কেজিপ্রতি পাইকারি ১৪ টাকার লবণ বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকায়। ক্রেতাদের দাবি লবণের দাম বাড়তে যাচ্ছে এমন খবর শুনেছে তাই বেশি দামে বিক্রয় হচ্ছে। তবে কোথায় এমন সংবাদ শুনেছেন এ কথা কেউ বলতে পারেননি।

ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, লবণের দাম বাড়ার গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে। একেকজন দুই থেকে ১০ বস্তা লবণ কিনছেন। তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত ৬০০ বস্তা লবণ বিক্রি করেছেন।

লবণ কিনতে আসা শাহিন, রফিক জানান, লোকেমুখে শুনছি লবণের দাম বেড়েছে। আগামীকাল থেকে আরো কয়েকগুণ বাড়তে পারে- এ আশঙ্কায় আজকে অনেকে লবণ কিনে রাখছেন। কারণ পেঁয়াজের মতো লবণও সংকট দেখা দিতে পারে।

দুবলাগাড়ীর পলাশ বলেন, ‘মানুষের মুখে শুনছি পেঁয়াজের মতো লবণের দামও বাড়বে। তাই আমি ১২ কেজি লবণ কিনে রেখেছি।’

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরির জন্য মজুত রাখবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।

দেখুন:

আরো সংবাদ



premium cement
কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত

সকল