২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাণীনগর উপজেলা মহিলা লীগের সভানেত্রীকে অব্যাহতি

মমতাজ বেগম সাথী - নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মমতাজ বেগম সাথীকে অব্যাহতি দেয়া হয়েছে। সাংগঠনিক কাজে গাফিলতি, দলীয় শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় তাকে অব্যাহিতর ঘোষণা দেয়া হয়। এসময় চাতকি আক্তারকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।

দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে রাণীনগর দলীয় অফিসে এক বর্ধিত সভার আয়োজন করে উপজেলা যুব মহিলা লীগ। এতে নওগাঁ জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিসা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, নওগাঁ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পারুল আক্তার, রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বিবি, সাংগঠনিক সম্পাদক আখি আক্তার, ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জারজিস হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন খন্দকার প্রমূখ। এ সময় বর্ধিত সভায় মমতাজ বেগম সাথীর বিরুদ্ধে সাংগঠনিক কাজে গাফিলতি, দলীয় শৃংখলা ভঙ্গ, অনৈতিক কর্মকান্ডে অভিযুক্ত থাকার কারণে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া যুব মহিলা লীগের প্রচার সম্পাদক চাতকি আক্তারকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়।

এ ব্যাপারে নওগাঁ জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিসা আলম বলেন, রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠনের পর থেকেই সংগঠনের প্রতি গাফিলতি, সাংগঠনিক শৃংখলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ ওঠায় মমতাজ বেগম সাথীকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া যুব মহিলা লীগের প্রচার সম্পাদক চাতকি আক্তারকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement