১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

নওগাঁয় ১৪ লাখ ভারতীয় জাল রুপিসহ আ’লীগ নেতা গ্রেফতার

ভারতীয় জাল রুপিসহ গ্রেফতার হওয়া আসামিরা - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) ও কারিয়াপ্পা চৌধুরী (৫৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)।

মান্দা থানা পুলিশ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে। জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় মঙ্গলবার বিকেল ২টার দিকে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে।

এ সময় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, এসআই শামীম হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস খালেদা জিয়ার নাইকো মামলার রায় আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের সৌদি থেকে আউট পাসে ফেরত আসছেন শত শত বাংলাদেশী জনগণ আন্দোলনের মাধ্যমে এ টি এম আজহারকে মুক্ত করে আনবে : ডা: শফিক তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা দিতে চায় চীন : রাষ্ট্রদূত ওয়েন

সকল