২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আগামী মাসে স্যামসাং আনছে ৫টি নতুন ডিভাইস

-

দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং আগামী ৫ আগস্ট আয়োজন করতে যাচ্ছে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট। এবারের আয়োজনে মোট পাঁচটি নতুন ডিভাইস লঞ্চ করবে স্যামসাং। এই ডিভাইসগুলির মধ্যে একটি হলো প্রিমিয়াম রেঞ্জে আসা এ বছরের নোট সিরিজ, স্যামসাং গ্যালাক্সি নোট ২০। এই সিরিজ গত বছরে লঞ্চ হওয়া গ্যালাক্সি নোট ১০ এর আপগ্রেড ভার্সন হবে। এই সিরিজে কোম্পানি তিনটি ফোন লঞ্চ করবেÑ স্যামসাং গ্যালাক্সি নোট ২০, স্যামসাং গ্যালাক্সি নোট ২০ প্লাস, স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্র।
গ্যালাক্সি নোট ২০ সিরিজ ছাড়াও এই ইভেন্টে কোম্পানি গ্যালাক্সি জেড ফোল্ড ২ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি ফোল্ডিং ফোন দুটি লঞ্চ করতে পারে। এছাড়াও গ্যালাক্সি বাডস লাইভ ও গ্যালাক্সি ওয়াচ ৩ ডিভাইসও আনতে পারে।
স্যামসাং মোবাইল এর সিইও টাই মুন রোহ জানিয়েছেন, এই গ্রীষ্মে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে আমরা পাঁচটি নতুন শক্তিশালী ডিভাইস লঞ্চ করবে। এই ডিভাইসগুলো প্রমাণ করবে আমরা প্রতিদিনই মোবাইলের জন্য নতুন কিছু আবিষ্কার করছি এবং নিয়মিত করতে থাকব। আশা করা যায় এই ডিভাইসগুলো ফ্যানদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে না।


আরো সংবাদ



premium cement