২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্যামসাংয়ের নতুন ল্যাপটপ

-

নতুন দু’টি উইন্ডোজ ল্যাপটপ উন্মোচন করেছে স্যামসাং। ল্যাপটপ দু’টি হলো গ্যালাক্সি বুক ফ্লেক্স ও গ্যালাক্সি বুক আয়ন। বার্ষিক ডেভেলপার সম্মেলনে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যালাক্সি বুক ফ্লেক্স আসলে একটি কনভার্টেবল ল্যাপটপ। চাইলে এটি ৩৬০ ডিগ্রি বাঁকিয়ে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। অন্য দিকে আয়ন ল্যাপটপটি প্রচলিত ক্লামশেল ডিজাইনে তৈরি। হালকা ওজনের দুটি ল্যাপটপই সমান শক্তিশালী। এগুলোতে আছে ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর, ওয়াইফাই ৬ সাপোর্ট, কিউলেড ডিসপ্লে, ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। দু’টি ল্যাপটপই পাওয়া যাবে ১৩ দশমিক ৩ ও ১৫ দশমিক ৬ ইঞ্চি সংস্করণে। গ্যালাক্সি বুক ফ্লেক্স পাওয়া যাবে সম্পূর্ণ নীল রঙে।
এতে থাকবে বিল্ট ইন ব্লুটুথ এস পেন। ল্যাপটপটির রেজুলেশন হবে ফুল এইচডি এইচডি প্লাস। গ্যালাক্সি বুক ফ্লেক্স ও গ্যালাক্সি বুক আয়নের দাম সম্পর্কে কোনো তথ্য দেয়নি স্যামসাং। আগামী ডিসেম্বরে বিশ্বের অল্প কয়েকটি দেশে ল্যাপটপ দু’টি পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement