২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
স্মরণ

আবু হেনা মোস্তফা কামাল

-

শিক্ষাবিদ, কবি, লেখক আবু হেনা মোস্তফা কামালের জন্ম সিরাজগঞ্জের গোবিন্দ গ্রামে ১৯৩৬ সালে ৩ ডিসেম্বর। ১৯৫২ সালে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫৪ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে বাংলায় বিএ অনার্স ও ১৯৫৯ সালে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৬ থেকে ১৯৬৯ পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ‘বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং-১৮১৮-১৮৩১’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি অর্জন করেন। কলেজে কিছুকাল অধ্যাপনা করেন।
১৯৬২ সালে সহকারী পরিচালক পদে সরকারের জনসংযোগ পরিদফতরে যোগদান করেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক নিযুক্ত হন। ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। ১৯৭০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছিলেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। ১৯৭৬ সালের ২৬ জুন প্রফেসর পদে উন্নীত হন। ১৯৭৮ সালের ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রফেসর পদে যোগ দেন।
১৯৮৪ সালের ২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়ে এ পদে দেড় বছর দায়িত্ব পালনের পর ১৯৮৬ সালের ১১ মার্চ বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হন। মৃত্যুকাল অবধি এ পদে অধিষ্ঠিত ছিলেন। কবিতা, প্রবন্ধ ও গান লিখে সুনাম অর্জন করেছেন। সুবক্তা, টেলিভিশনের বাককুশল রসিক উপস্থাপক ও আলোচক, সর্বোপরি শিক্ষক হিসেবে খ্যাত। আলাওল পুরস্কার, সুহৃদ সাহিত্য স্বর্ণপদক, একুশে পদক, আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক, সাদত আলী আকন্দ স্মৃতি পুরস্কার লাভ করেন। ২৩ সেপ্টেম্বর ১৯৮৯ ঢাকায় ইন্তেকাল করেন।


আরো সংবাদ



premium cement
দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায়

সকল