১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অ ভি ম ত : স্বচ্ছ প্রশাসন আবশ্যক

-

দেশবাসীর ক্ষোভকে পুঁজি করে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। কিসের জন্য? জনগণকে সেবা দেয়ার জন্য। আর সেই জনগণ যদি কোনো সেবা না পায়? সেবা তো দূরের কথা, প্রশাসনের লোকজন এখন জনগণকে কোনো পাত্তা দেয় না বা মূল্যায়ন করে নাÑ এমন কি থানা-পুলিশও। শেষবারের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রশাসনের কর্মকর্তারা জনগণের সমস্যার কথা শুনতেই চান না। এই তো সে দিন ভূমি মেলায় পুরনো ঢাকাকে খাসমহল কেন করা হয়েছে ভূমিমন্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে ভূমি সচিব তেলে-বেগুনে চটে যান। তাহলে, কার কাছে সমস্যা তুলে ধরব? জেলা প্রশাসক, এসিল্যান্ড জনগণকে মূল্যায়ন করেন না। গোটা প্রশাসনের বেহাল দশা। এমনকি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভাব-অভিযোগের বা সমস্যা সমাধানের জন্য রেজিস্ট্রি করা চিঠি দিয়েও কোনো উত্তর আজো পাইনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিলে সে চিঠির উত্তর পাওয়া যায় আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরে স্বচ্ছ প্রশাসনের অভাব ও আমলা নির্ভরতার কারণে দেশের জনগণের অভাব-অভিযোগ কিংবা সমস্যা প্রধানমন্ত্রীর গোচরে আসছে না। তার কাছে চিঠি পাঠালে তা সম্ভবত ছিঁড়ে বা গার্বেজে ফেলে দেয়া হয়; যেহেতু এ দেশের সব মন্ত্রণালয়ে আমলারাই সর্বেসর্বা। জনগণ দূরের কথা, অফিসের সাধারণ কর্মচারী থেকে শুরু করে অফিসার কেউই ওই আমলাদের কাছে সম্মান পান না। এর ফলে সরকারের ভাবমর্যাদা ও সুনাম ক্ষুণœ হচ্ছে। অনেকে সব সময় তৈলমর্দন করতেন এবং বর্তমানেও করে চলছেন। এতে দিন দিন জনগণের সাথে সরকারের দূরত্ব বেড়েই চলছে। কর্মচারী সংগঠন বা সিবিএ নেতারাও কোনো কথা শুনতে রাজি নন।
বর্তমান সরকার একযুগ ধরে দেশ শাসন করছে আর আমলারা সরকারের ভালো কাজগুলো ধরে রাখতে চান না। তারা যেন সরকারকে জনপ্রিয় করার পরিবর্তে ভিন্ন চিন্তাধারায় মগ্ন থাকেন। মুজিববর্ষ পালনেও কমিটিতে মূল হোতা প্রধানত আমলারা। প্রধানমন্ত্রী মাসে অন্তত একবার সময় দেয়া উচিত জনগণের সমস্যার কথা শোনার জন্য। দেশের অনেক জটিল সমস্যা আমলারা নিষ্পত্তি করতে চান না বা করার জন্য তেমন আগ্রহ দেখান না। অথচ বছরের পর বছর জনগণ সমস্যা নিয়ে দুর্ভোগ, হয়রানি, যন্ত্রণা ও অর্থের অপচয়ে জর্জরিত। বলার অপেক্ষা রাখে না, প্রশাসন চালাতে গেলে অভিজ্ঞতা চাই, আবেগ নয়। যারা এই দেশে আমলানির্ভর সরকার পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত ও তুচ্ছ। যখন বিষয়টি বুঝবেন তখন সময় থাকার কথা নয়। মনে রাখবেন জনগণ আমলাদের কাছ থেকে সেবার পরিবর্তে ভোগান্তি ও হয়রানি চায় না। চায় স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে সেবা।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ গেন্ডারিয়া, ঢাকা


আরো সংবাদ



premium cement