২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দৃষ্টিপাত : প্রতারকদের আইনের আওতায় আনুন

-

বর্তমান করোনাকালে দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতি ভয়াবহ আকার ধারণ করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বিশেষ করে চীনে মাত্র সাত দিনের মধ্যে হাসপাতাল নির্মাণ করে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে, সেখানে আমাদের দেশের রাজধানী ঢাকার বেশ কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালের চিত্র ভিন্ন। সেখানে করোনায় আক্রান্ত রোগীদের ভর্তি ও চিকিৎসার পরিবর্তে তাদের সাথে প্রতারণা, জালিয়াতি ও মোটা অঙ্কের টাকা নেয়া হয়; এমনকি লিভারে আক্রান্ত এক মায়ের ভর্তিকে কেন্দ্র করে আনসার দিয়ে লিভারে আক্রান্ত মায়ের ছেলেকে নিষ্ঠুরভাবে পেটানোর দৃশ্য আমরা দেখেছি। সম্প্রতি উত্তরার ১১ নম্বর সেক্টর ও মিরপুরে অবস্থিত রিজেন্ট হাসপাতালে করোনা রোগীদের সাথে জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা ও মোটা অঙ্কের টাকা নেয়ার দৃশ্য আমরা গণমাধ্যমে প্রত্যক্ষ করেছি। সেই রিজেন্ট হাসপাতালের মালিক ক্ষমতাসীন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। করোনাকালে রোগীদের সাথে জালিয়াতি ও দুর্নীতির কারণে স্বাস্থ্য অধিদফতর রিজেন্ট হাসপাতালটি সিলগালা করে দেয় ও চেয়ারম্যানের গাড়ি জব্দ করা হয়। এত বড় দুর্যোগকালে এক শ্রেণীর স্বার্থান্বেষী দুর্নীতিবাজ ও প্রতারক গোষ্ঠী যেভাবে দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতি করেছে তা নজিরবিহীন। সরকারের উচিত সব প্রতারক ও দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার পাশাপাশি করোনায় আক্রান্তসহ সব রোগীর পর্যাপ্ত সুচিকিৎসার ব্যবস্থা করা ।
শ্যামলী, ঢাকা


আরো সংবাদ



premium cement