২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
স্মরণ

ওস্তাদ মুন্শী রইসউদ্দিন

-

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, উচ্চাঙ্গ কণ্ঠশিল্পী ও লেখক মুন্শী রইসউদ্দিনের (১৯০১-১৯৭৩) জন্ম মাগুরা জেলার নাকোল গ্রামে, ২৩ পৌষ ১৩০৮ সনে (১৯০১)। পিতা মুনশী আব্বাসউদ্দিনও ছিলেন সঙ্গীতশিল্পী। দরিদ্র অথচ সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম। দশ বছর বয়সে মাতৃবিয়োগের পর বিমাতার হাতে লালিত-পালিত হন। সঙ্গীতের প্রথম পাঠ গ্রহণ করেন ফুফাতো ভাই উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী শামসুল হকের কাছে। ম্যাট্রিক পাস করে গ্রাম ছেড়ে চাকরির সন্ধানে কলকাতায় গিয়ে একটি স্টোরে সেলসম্যানের চাকরি পান। ১২ বছর ধরে ওস্তাদ রাসবিহারী মল্লিকের কাছে ধ্রুপদ ও খেয়ালে তালিম নেন। কয়েক বছর পর গ্রামের বাড়িতে ফিরে যান পিতার ডাকে।
কুষ্টিয়ায় সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেছিলেন। উচ্চাঙ্গসঙ্গীতের ওপর শিক্ষাগ্রহণের জন্য আবার কলকাতা গমন করেন। গিরিজা শঙ্কর চক্রবর্তী পরিচালিত ‘কলকাতা সঙ্গীত কলাভবন’ থেকে ক্লাসিক্যাল মিউজিকে সার্টিফিকেট লাভ (১৯৪২) করেছিলেন। ১৯৩৮ থেকেই কলকাতা বেতারে সঙ্গীত পরিবেশন করতেন। লক্ষেèৗর শরজিৎ কাঞ্জিলালের কাছেও গানের তালিম নেন। প্রথম স্ত্রীর মৃত্যুর (১৯৪৪) পর মুর্শিদাবাদের সৈয়দা আলেয়া খাতুনকে বিয়ে করেন। দেশ বিভাগের (১৪ আগস্ট ১৯৪৭) পর কলকাতা ত্যাগ করে ঢাকায় এসে বেতারের শিল্পী হিসেবে যোগদান করেন। নারায়ণগঞ্জ সঙ্গীত বিদ্যালয় পুনর্গঠন করেন এবং এর অধ্যক্ষ নিযুক্ত হন। বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)-এর (প্রতিষ্ঠা ১ জুলাই ১৯৫৫) প্রতিষ্ঠাতা সহ-অধ্যক্ষ ছিলেন এবং ১৯৬৪ সালে এর অধ্যক্ষ হন। ‘রবীন্দ্রনাথের কিছু গান পাকিস্তানের আদর্শের পরিপন্থী’Ñ এই বক্তব্য উপস্থাপন করে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলে (২২ জুন ১৯৬৭) তার প্রতি সমর্থন জানান আরো সাহিত্যসংস্কৃতিসেবীর সাথে। সঙ্গীতের নতুন নতুন রাগের স্রষ্টা হিসেবে খ্যাত ছিলেন। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সঙ্গীত পাঠ্য বিষয়ভুক্ত হলে গ্রন্থ রচনা ও পাঠক্রম প্রণয়নে বিরাট ভূমিকা রেখেছিলেন। সঙ্গীত পরিচয়, প্রবেশিকা সঙ্গীত শিক্ষা পদ্ধতি, অভিনব শতরাগ, গীত লহরী, ‘ছোটদের সা-রে-গা-মা’ তার সঙ্গীতবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ। অভিনব শতরাগ গ্রন্থের জন্য ‘দাউদ পুরস্কার’ লাভ (১৯৬৬) করেছিলেন। সঙ্গীতে গবেষণার ক্ষেত্রে অবদান রাখায় পাকিস্তান সরকার কর্তৃক ’৬৭ সালে ‘প্রাইড-অব-পারফরম্যান্স’ সম্মানে ভূষিত হয়েছিলেন। মৃত্যু : ঢাকা, ১১ এপ্রিল ১৯৭৩। ১৯৮৬ সালে তিনি একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন।


আরো সংবাদ



premium cement