১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্মরণ : রাজনীতিবিদ আমেনা বেগম

-

বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের অন্যতম পুরোধা ও প্রখ্যাত রাজনীতিবিদ আমেনা বেগমের জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ১৯২৭ সালে। কুমিল্লা শহরের নওয়াব ফয়জুন্নেসা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪০) এবং ঢাকার ইডেন গার্লস কলেজ থেকে আইএ (১৯৪২) পাস করেন। আমেনা বেগম ১৯৪৯ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী (মুসলিম) লীগ গঠনের পরের বছরই এ দলে যোগদান করেন। ১৯৫৪ সালে কুমিল্লা-সিলেট কেন্দ্র থেকে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচিত হন যুক্তফ্রন্ট প্রার্থীরূপে। তিনি আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ছিলেন ১৯৬৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত। ১৯৬৬ সালের ২৭ জুলাই এ দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা নিযুক্ত হন।
তখন ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে
দলের শীর্ষনেতারা ছিলেন কারাবন্দী। প্রায় সোয়া দুই বছর এ পদে তিনি দায়িত্ব পালন করেন। দলের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রায় তিন বছর কারাগারে আটক থাকাকালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলন অব্যাহত রাখার ব্যাপারে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি দলের সাধারণ সম্পাদকের পদ পাবেন বলে অনেকের ধারণা ছিল। পরে তিনি দলের কার্যনির্বাহী পরিষদ গৃহীত সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে পদত্যাগ করেন। এরপর প্রবীণ রাজনীতিক ও আইনজীবী আতাউর রহমান খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় লীগে যোগ দেন। ১৯৭০ সালের ২০ আগস্ট এ দলের সিনিয়র সহসভানেত্রী নির্বাচিত হন। একই বছর ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবশ্য তখন নৌকা প্রতীকের জোয়ারে পরাজিত হন। ১৯৭৬ সালে রাজনৈতিক দলবিধির আওতায় জাতীয় লীগ পুনর্গঠিত করে এর সভানেত্রীর পদ গ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১৯৮৯ সালের ৭ এপ্রিল। গণতান্ত্রিক ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে তার অবদান স্মরণীয়। হ


আরো সংবাদ



premium cement
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

সকল