২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্মরণ : আতাউর রহমান খান

-

জন্ম বালিয়াগ্রাম, ধামরাই, ঢাকা, পয়লা জুলাই ১৯০৭। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩০ সালে অর্থনীতিতে বিএ অনার্স। এরপর রাজনীতিতে যোগদান। ঢাকা জেলা প্রজা সমিতির সম্পাদক (১৯৩৪-১৯৩৫)। ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএল ডিগ্রি লাভ। ১৯৩৭ সালে ঢাকা জেলা আদালতে আইন ব্যবসায় যোগদান। ১৯৪২ সালে মুনসেফ পদে যোগ দিলেও। ১৯৪৪ সালে চাকরি ছেড়ে মুসলিম লীগে যোগদান। ঢাকা জেলা মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির সদস্য ও মানিকগঞ্জ মহকুমা সহসভাপতি নির্বাচিত। ১৯৪৬ সালের দাঙ্গার সময়ে আইনসহায়ক কমিটির সম্পাদক। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি (১৯৪৯-১৯৬৪)। সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের (৩০ জানুয়ারি ১৯৫২) সদস্য। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়ার দায়ে আহ্বায়কসহ কর্মপরিষদের বহু সদস্য গ্রেফতার হলে পুনর্গঠিত কর্মপরিষদের আহ্বায়ক নিযুক্ত (মার্চ ১৯৫২)। যুক্তফ্রন্টের (৩ ডিসেম্বর ১৯৫৩) যুগ্ম আহ্বায়ক (১৯৫৩-১৯৫৫)। যুক্তফ্রন্টের মনোনয়নে ১৯৫৪ সালের মার্চে পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত। ১৯৫৫ সালের জুন মাসে পূর্ববঙ্গ পরিষদের সদস্যদের ভোটে গণপরিষদের সদস্য নির্বাচিত। পূর্ব পাকিস্তান পরিষদের বিরোধী দলের নেতা (১৯৫৫-১৯৫৬) এবং একই সাথে গণপরিষদে বিরোধী দলের উপনেতা (১৯৫৫-১৯৫৬)। ১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। ১৯৫৮ সালের ৭ অক্টোবর দেশে সামরিক আইন জারির আগ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন। সামরিক সরকার কর্তৃক তার ওপর ‘এবডো’ আইন প্রয়োগ (১৯৬০)। ১৯৬২ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দির সাথে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এনডিএফ) গঠন ও ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণ।
১৯৬৯ সালে ঢাকা হাইকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ১৯৭০ সালে বার কাউন্সিলের সদস্য নির্বাচিত। ১৯৬৯ সালের ২০ জুলাই তার নেতৃত্বে জাতীয় লীগ গঠিত। ১৯৭৩ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত। ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত। ১৯৮৪ সালের ৩০ মার্চ এরশাদ তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। লেখক হিসেবেও খ্যাত। ওজারতির দুই বছর (১৯৬৩), স্বৈরাচারের দশ বছর (১৯৬৯), প্রধানমন্ত্রিত্বের নয় মাস (১৯৮৭) ও অবরুদ্ধ নয় মাস (১৯৯০) তার রচিত গ্রন্থাবলি। মৃত্যু, ঢাকা, ৭ ডিসেম্বর, ১৯৯১। হ


আরো সংবাদ



premium cement