আবার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুলাই ২০২৪, ০৬:২৬
শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোববার দিবাগত গভীর রাতে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগম খালেদা জিয়াকে নিয়ে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে সোমবার ভোর ৪টা ১২ মিনিটে রওনা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
হাসপাতালে নেয়ার পর তাৎক্ষণিককভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন।