মাদকমুক্ত দেশ গড়তে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করতে হবে : সেলিম উদ্দিন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০২৪, ১৬:৪৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগ আয়োজিত আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একইসাথে নতুন প্রজন্মকে মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ইসলামি অনুশাসন মেনে চলতে যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ডা. ফখরুদ্দীন মানিকের সভাপতিতে এবং ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আতিক হাসান রায়হানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রয়ি মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।
আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান, যুব বিভাগ কাফরুল পশ্চিম থানা পরিচালক আমিনুর রহমান আমান, কাফরুল পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাহবুবুল ইসলাম ও ছাত্রশিবির কাফরুল থানা সভাপতি ইরফানুল হক নবীন প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, মাদককে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্র ও সমাজ এখন রীতিমত মাদকের পৃষ্টপোষকে পরিণত হয়েছে। যা কোরআন ও আল্লাহর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে সমাজ ও রাষ্ট্রে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। অন্যথায় জাতির অধঃপতন অনিবার্য হয়ে উঠবে।
তিনি বলেন, মাদকের করালগ্রাসে আক্রান্ত হয়ে আমাদের যুব সমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের দেশে অবাধে মাদক আসার কারণে নতুন প্রজন্মের একটি বিরাট অংশ আজ মাদকাসক্ত হয়ে পড়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমাদেরকে এই অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, মাদক আক্রান্ত যুব সমাজ দিয়ে জাতির উন্নয়ন এবং দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়। তিনি নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে মাদক দ্রব্যের উৎপাদন, আমদানী, সংরক্ষণ, বিপনন, সেবন ও ব্যবহার নিষিদ্বের জোর দাবি জানান।
তিনি বলেন, আমাদের দেশে মাদক বিরোধী আইনের যথাযথ প্রয়োগের অভাব, আইনপ্রয়োগকারীর সংস্থার উদাসীনতা ও অপপ্রয়োগের কারণেই মাদক অপ্রতিরোধ্য গতিতে বিস্তার লাভ করেছে। তিনি আক্ষেপ করে বলেন, আজ দেশের কিছু ক্ষমতাবান ব্যক্তি মাদকের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে নিলর্জ্জভাবে।
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পেতে যুব সমাজসহ সকলকে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করতে হবে। তিনি জীবনের সকল ক্ষেত্রে যুব সমাজকে ইসলামী আদর্শ মেনে চলার আহ্বান জানান। তাহলে আমরা মাদকমুক্ত জাতি গঠন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তি