১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালো আছি, ডাক্তার পর্যবেক্ষণে রেখেছে : মোমেন

- ছবি : ইউএনবি

সিলেটে অসুস্থ হয়ে পড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এখন ভালো আছেন এবং তাকে আরো পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

বুধবার সকালে তিনি বলেন, ‘সিলেটে আমার ধারাবাহিক কর্মসূচি থাকায় এমনটা হয়েছে। এই গরম ও আর্দ্র আবহাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোমেন বলেন, ‘গতকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।’

সিলেট-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এখন আমি ভালো আছি। গত রাতে ডাক্তাররা আমাকে ঘুমাতে বলেন এবং কারো সাথে কথা বলা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে। এজন্য দর্শনার্থীদের আসতে দেয়া হয়নি।’

মোমেন নিজের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমি এখন ঠিক আছি। তারা আমাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রেখেছেন।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement