১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নয়াপল্টনে চলছে যুবদলের সমাবেশ

-

রাজধানীর নয়াপল্টনে চলছে জাতীয়তাবাদী যুবদলের পূর্বঘোষিত সমাবেশ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার এবং জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করছে যুবদল।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে এই সমাবেশের শুরু হয়। সমাবেশ কেন্দ্র করে এদিন দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে নেতাকর্মী। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। বন্দী নেতাদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন সমাবেশে আসা নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বাবু গয়েস্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করছেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সঞ্চালনা করছেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।

এ দিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়ন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement