১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঢাকা জেলা দক্ষিণে ইসতিস্কার নামাজ

আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন ‘‘তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এমতাবস্থায় আল্লাহর রহমত ও করুণা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। তিনি আল্লাহর রহমত কামনায় সকলকে সেজদাহ অবনত হওয়ার আহ্বান জানান।’

বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সার্বিক তত্ত্বাবধানে শিকারী পাড়া ইউনিয়নের মনিকান্দা খেলার মাঠে ইসতিসকার নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মো: শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এ,বি,এম কামাল হোসাইন, জামায়াত নেতা মাওলানা মুবিনুর রহমান, মাওলানা হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় মুসল্লিরা।

ইসতিসকার নামাজে ইমামতি করেন রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমেদীন হাফেজ মাওলানা খায়রুল ইসলাম আজাদী এবং দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement