বিদেশে বন্ধু থাকা ভালো কিন্তু দাসত্ব ভালো নয় : রাশেদ প্রধান
- অনলাইন প্রতিবেদক
- ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৬, আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৮
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘বিদেশে আমাদের বন্ধু থাকা ভালো কিন্তু দাসত্ব করা ভালো নয়! দেশবাসীর আশঙ্কা হচ্ছে, যে দেশগুলোর সরকার মুসলমানদের গুলি করে এবং পিঠিয়ে হত্যা করে, যে দেশগুলোতে নামাজ এবং আজান নিষিদ্ধ! সে দেশের সাথে আওয়ামী লীগ সরকারের কিসের সম্পর্ক? জনগণ জানতে চায়।’
সোমবার (১৫ এপ্রিল -২৪) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে 'জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আয়োজিত 'ইসরেইলি বিমান বাংলায় কেন? সীমান্ত হত্যা থামবে কবে? পররাষ্ট্রনীতির সমাপ্তি কবে? জবাব চায় বাংলাদেশ' শীর্ষক প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যে দেশের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক নাই, সেই ইসরাইলি বিমান বাংলার মাটিতে এসে কী দিলো? কী নিলো? কী তাদের নগ্ন পরিকল্পনা দেশবাসী জানতে চায়। ইসরাইলি বিমান গভীর রাতে বাংলাদেশে আসার কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, ‘এই সরকার সংবিধান থেকে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। অথচ এ সরকারের নেতৃত্বে আমরা একসময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম। আর এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের জেলে যেতে হচ্ছে, গুলি খেতে হচ্ছে।’
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টি (জাফর) মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ ইসলামিক পার্টি মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সদস্য বিল্লাল হোসেন, জাগপার মো: নাসির উদ্দীন, আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা