১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কারামুক্ত ৭০০ নেতাকর্মীদের সংবর্ধনা দিলো যুবদল

কারামুক্ত ৭০০ নেতাকর্মীদের সংবর্ধনা দিলো যুবদল - ছবি : নয়া দিগন্ত

সংগঠনের কেন্দ্রীয় ৩৮ নেতাসহ প্রায় সাতশত নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সদ্য কারামুক্ত এসব নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। ইফতার মাহফিলপূর্ব এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের নিপীড়ন নির্যাতনে বিরোধীদলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই আন্দোলনের মাধ্যমেই এই জাল ভোটের ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে।

টুকু বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সেজন্য আরো গুছিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই অব্যাহত থাকবে। আন্দোলন ছাড়া বিকল্প নেই।

সুলতান সালাউদ্দিন বলেন, আমরা হাল ছেড়ে দেই নাই। শেখ হাসিনা সরকারকে পতন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এক দফার আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি, সেই আন্দোলনে বিজয় অর্জিত হবে।

আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।

যুবদল সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনসহ সব কারাবন্দীর মুক্তি দাবি করেন তিনি।

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, যুবদলের মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন,শামা ওবায়েদ, যুবদল সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সাধানণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা), প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রচার ও সাহিত্য সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।


আরো সংবাদ



premium cement