০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সাংবিধানিক অধিকার হরণ করে সরকার জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করে জুলুম চালাচ্ছে : বুলবুল

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১৯ ও ২০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি পালিত হয়েছে। তফসিল প্রত্যাহার, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতে ইসলামীর হরতালের সমর্থনে পিকেটিং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এই হরতালকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেফতার করেছে। এই অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

বিবৃতিতে তিনি বলেন, সরকার নাগরিকের সাংবিধানিক অধিকার হরণ করে জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করে জুলুম চালাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। জামায়াত সর্বাবস্থায় জনগণের জান-মালের নিরাপত্তায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। অপর দিকে পুলিশ প্রশাসন গতকাল ধানমন্ডি সড়কে শান্তিপূর্ণ মিছিলে সম্পূর্ণ বেআইনিভাবে বাধা প্রদান করে। সেখান থেকে গণগ্রেফতার করে নেতাকর্মীদের আটক করে। আমি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেফতার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। অথচ সরকার আমাদের অধিকার হরণ করে নেতা-কর্মীদের গ্রেফতার করে চরম জুলুম করেছে। সরকার কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। এভাবে দমন-পীড়ন চালিয়ে অতীতে কোনো সরকারই বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও দেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে খুব বেশি দিন টিকতে পারবে না।

অন্যদিকে সর্বাত্মকভাবে হরতাল সফল করায় তিনি রাজধানী ঢাকাবাসীকে অভিনন্দন জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা না দেয়া ডাক্তারদের সনদ বাতিলের দাবি ড্যাবের

সকল