০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সিরাতুন্নবী সা: উপলক্ষে শিবিরের আলোচনা সভা

সিরাতুন্নবী সা: উপলক্ষে শিবিরের আলোচনা সভা - ছবি : সংগৃহীত

সিরাতুন্নবী সা: উপলক্ষে রাসুলুল্লাহ সা:-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর শহীদ এমদাদুল্লাহ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মহানগর পশ্চিম শাখা সভাপতি এম এ জামান ভূইয়ার পরিচালনায় ও শাখা সেক্রেটারি এইচ এম এস মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “রাসূলুল্লাহ সা: ছিলেন সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সফল রাষ্ট্রনায়ক। ইতিহাসে এমন কীর্তিমান রাষ্ট্রপ্রধান আর দ্বিতীয়টি দেখা যায় না। তিনি সুশাসন নিশ্চিত করতে ১৯টি মন্ত্রণালয় ও বিভাগ স্থাপন করেছিলেন। তিনি প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিচার বিভাগ, জনপ্রশাসন ও নাগরিক পরিষেবা বিভাগকে ঢেলে সাজিয়েছিলেন। ফলে সদ্য প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র হয়ে উঠেছিল ইসলামী কল্যাণ রাষ্ট্র। আজ আমাদের মাঝে তিনি নেই। তাতে কি হয়েছে? রাসূলুল্লাহ সা:-এর সিরাত অর্থাৎ ৬৩ বছরের জীবনী তো আছে? তাঁর সিরাত সম্পর্কে আল্লাহপাক পবিত্র কোরআনের সূরা আহযাবের ২১ নম্বর আয়াতে ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে রাসূলুল্লাহর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ।’ সূরা নূরের ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘যদি তোমরা রাসূলকে অনুসরণ কর, তবেই তোমরা সত্যপথের সন্ধান পাবে।’ জেনে রাখা দরকার, রাসূল সা:-এর অনুসরণ ব্যতীত ইহকালে ও পরকালে নাযাত পাওয়া নিতান্তই দূরূহ ব্যাপার।’

ডা. মো: ফখরুদ্দিন মানিক আরো বলেন, “রাসূলুল্লাহ সা:-এর অনুসরণের মাঝেই সকল প্রকার সাফল্য নিহিত রয়েছে। এ সর্ম্পকে আল্লাহ তায়ালা সুরা আহযাবের ৭১ নম্বর আয়াতে ইরশাদ করেন, ‘যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূল রা:-এর অনুসরণ করে, সে অবশ্যই মহাসাফল্য লাভ করবে।’ রাসুলুল্লাহ সা: বলেন, ‘আমার উম্মতের সকল লোকই জান্নাতী হবে, অস্বীকারকারী ব্যতীত। জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল সা:! অস্বীকারকারী কে?’ উত্তরে তিনি বলেন, ‘যে আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানী করবে সে অস্বীকারকারী।’ রাসূলুল্লাহ সা:-কে অনুসরণের অর্থ হলো তার আদর্শ গ্রহণ করা, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রী জীবন থেকে নিয়ে সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সা:-এর আদর্শ মেনে চলা। আমাদের সমাজ আজ রাসূল সা:-এর আদর্শ থেকে সরে এসেছে। আল্লাহপাক আমদেরকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনসহ সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ সা:-এর আদর্শ অনুসরণের তাওফিক দান করুন, আমিন।’

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিরাতুন্নবী সা: উপলক্ষে আরবি রবিউল আওয়াল মাসব্যাপী আলোচনা সভা, র‍্যালি, সিম্পোজিয়াম, সেমিনার, নাতে রাসূল সা: প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সিরাত পাঠ প্রতিযোগিতা, ক্বিরাত প্রতিযোগিতা, সিরাত বুকলেট বিতরণ, সিরাত গ্রন্থ বিতরণ ও অনলাইন তাফসির মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
কাহালুতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওষুধ উপকরণ কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি ফিলিস্তিন ইস্যুতে মুফতি তাকি উসমানির ঐতিহা‌সিক ভাষণ আ'লীগের ক্ষমতা কুক্ষিগত করার মনোবাসনা পূরণ হতে দিবে না জনগণ : এটিএম মা’ছুম সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫ ই-অরেঞ্জের প্রতারণা : ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৭

সকল