১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
তারুণ্যের রোডমার্চ

আমরা জনগণকে ক্ষমতায় আনতে চাই : মির্জা ফখরুল

নীলফামারীর সৈয়দপুরের বাসস্ট্যান্ডের পথসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি - নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জনগনকে ক্ষমতায় আনতে চাই, আমাদের একটাই লক্ষ্য জনগণের অধিকার ফিরে দিতে হবে। যদি না শুনেন, ফয়সাল হবে কোথায়? রাজপথে।

আজ শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের বাসস্ট্যান্ডের পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর বিএনপির কার্যালয়ে সামনে থেকে রোডমার্চ শুরু হয়ে এখন সৈয়দপুর বাসস্ট্যান্ড পার হলো।

মির্জা ফখরুল বলেন, এই রোডমার্চের উদ্দেশ্যে কি? এই রোড মার্চের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে মানুষ যে কষ্ট আছে। তারা যেন সে কথা বলতে পারে।

তিনি বলেন, উদ্দেশ্য একটাই, এই জনগণ সাথে নিয়ে আমরা আগের মতো ভোট করতে দিব না। রাষ্ট্রযন্ত্র নিয়ে, পুলিশ নিয়ে ভোট করবেন, ভোট কেড়ে নিয়ে যাবেন। দেশের মানুষকে বোকা ভাবেন? কিন্তু এবার দেশের মানুষ ১৪, ১৮ সালে মতো ভোট হতে দিবে না।

বিএনপি মহাসচিব বলেন, আমরা জনগণকে ক্ষমতায় আনতে চাই। আমাদের একটাই লক্ষ্য জনগণের অধিকার ফিরে আনা। যদি না শুনেন, ফয়সাল হবে কোথায়? রাজপথে।


আরো সংবাদ



premium cement
ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল

সকল