২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
খালেদা জিয়ার সাথে মান্নার সাক্ষাৎ

প্রশ্নই আসে না : নির্বাচনে যাওয়া প্রসঙ্গে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না - ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গতকাল সোমবার রাত সোয়া ৮টায় গুলশানে ফিরোজাতে প্রবেশ করেন মান্না। সাড়ে ৯টার সময় বের হন তিনি।

কী কী বিষয়ে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা হয়েছে জানতে চাইলে- মাহমুদুর রহমান মান্না বলেন, অনেক বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রথমে নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। জবাবে বেগম জিয়া বলেছেন, ‘আমি অসুস্থ। আমার যে সমস্যা তার চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার দিচ্ছে না।’
সরকার বলছে, আপনার রাজনীতি করতে কোনো বাধা নেই। আমরা আন্দোলনের সহায়ক হিসেবে আপনাকে চাচ্ছি, এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে বেগম জিয়া বলেন, ‘আপনারা যারা আন্দোলনে আছেন সবাই অভিজ্ঞ। অনেক আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন।’

কেউ কেউ বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া উচিত মান্নার এমন প্রশ্নের জবাবে বেগম জিয়া বলেন, 'প্রশ্নই আসে না। এ বিষয়ে আমি কোনো এলাও করবো না।’

ঈদের পরও বিএনপির এখনো কোনো কর্মসূচি নেই, কঠোর আন্দোলন নেই- এমন কথার জবাবে বিএনপি চেয়ারপারসন একমত পোষণ করে বলেন, এটা ঠিক হাতে সময় নেই। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিরিয়াস হতে হবে। সরকারকে আর সময় দেয়া যাবে না, জানান মাহমুদুর রহমান মান্না।

ইতোপূর্বে বিএনপির অনেক সিনিয়র নেতা দলটির চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করলেও এবারই প্রথম বিএনপির যুগপৎ আন্দোলনের কোনো শীর্ষ নেতা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করলেন।


আরো সংবাদ



premium cement