২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে : মির্জা ফখরুল

লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে : মির্জা ফখরুল। - ছবি : নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে। এদেশের মানুষ লড়াই করছে, এ লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা পরাজিত হবে।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, সেটাকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজকের যুবক-সমাজ মুক্তিযুদ্ধ দেখেনি। কিন্তু তারা দেখছে, আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন হরণ করে নেয়া হচ্ছে। আমাদের সাথে যারা লড়াইয়ের সংগ্রাম করছেন, তাদের বেশিরভাগই মুক্তিযুদ্ধের সময় সরাসরি অংশগ্রহণ করেছেন।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। আয়োজক সংগঠনের সদস্য সচিব হাবিবুর রহমান বিজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।


আরো সংবাদ



premium cement