২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘স্বাধীনতার সুফল পেতে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শহর শাখা আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা প্রদান। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘মহান স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে শ্রমিকদের নায্য অধিকার ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।’

বুধবার লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শহর শাখা আয়োজিত বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সাম্য, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা সর্বাত্মক মুক্তি-সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আমাদের প্রাপ্তি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। সাম্যের পরিবর্তে বৈষম্য, ন্যায়বিচারের পরিবর্তে অবিচার, আইনের শাসনের পরিবর্তে জুলুমবাজী আর গণন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র জাতির ঘাড়ে চেপে বসেছে। দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত করতে হলে দলমত নির্বিবেশে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।’

তিনি মুক্তিযুদ্ধে শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে দেশের শ্রমিক সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে অকাতরে প্রাণ বিসর্জন দিলেও স্বাধীনতার পাঁচ দশক পরে এসে তারা অবহেলিত ও অধিকার বঞ্চিত রয়ে গেছেন। তাই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে শ্রমজীবী মানুষের যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এর জন্য মালিক-শ্রমিক ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় শ্রমিকদের প্রতি সদয় আচরণ ও তাদের কাজের চাপ কমিয়ে দেয়ার জন্য মালিক পক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের বিচ্যুতির কারণেই আইনের শাসন প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’

ফেডারেশনের লক্ষ্মীপুর শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর আলম মিরনের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর শহর সাধারণ সম্পাদক হারুন দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারি, জেলা শাখার উপদেষ্টা মাওলানা নাসির উদ্দিন মাহমুদ ও শামছুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবুল ফারাহ নিশান, শহর শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ, নাসির উদ্দিন, শহীদুল্লাহ সুমন, শ্রমিকনেতা নওশের আলী, নুর আলম আজাদ ও বাবুল চৌধুরী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement