২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘কোরআনের আলোকে ব্যক্তি, পারিবার ও রাষ্ট্রীয় জীবন গড়ে তুলুন’

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সেক্রেটারি - ছবি : সংগৃহীত

কোরআনের আলোকে ব্যক্তি, পারিবার ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার তারা এ বিবৃতি প্রদান করেন।

যৌথ বিবৃতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতারা বলেন, ‘রহমত, বরকত ও মাগফিরাতে নিয়ে রমজান মাস আমাদের মাঝে সমাগত। মাহে রমজান আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। রমজান কোরআন নাজিলের মাস। কোরআনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই আমাদের দুনিয়ায় শান্তি ও পরকালীন মুক্তি সম্ভব। ফলে পবিত্র কোরআন অধ্যয়নের মাধ্যমে কোরআনের জ্ঞান অর্জন এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার দৃঢ় সংকল্প গ্রহণ করার মাধ্যমেই সত্যিকার অর্থে পবিত্র রমজান মাসের হক আদায় করা সম্ভব হবে। কোরআন থেকে হেদায়াত লাভের জন্য যে মন-মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র গঠনের উদ্দেশেই আল্লাহ মাহে রমজানের রোজা পালনকে আমাদের জন্য ফরজ করেছেন। পূর্ণ মর্যাদা ও তাকওয়ার সাথে হক আদায় করে মাসব্যাপী রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হতে হবে। পাশাপাশি সমাজ থেকে অশ্লীলতা ও বেহায়াপনা দূর করার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে।’

তারা বলেন, ‘দেশ ও জাতি আজ কঠিন সঙ্কটে নিপতিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, গ্যাস- সবকিছুর মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সাধারণ মানুষের জীবনযাপন সহনীয় করতে দ্রব্যমূল্যের লাগাম টেনে বাজার নিয়ন্ত্রণের বিকল্প নেই। সরকার রাজনৈতিক প্রতিহিংসায় আমিরে জামায়াতসহ জাতীয় পর্যায়ের নেতাদের গ্রেফতার করে রেখেছে।’

বিবৃতিতে নেতারা ঈদের আগেই আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান, মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডলসহ সকল জামায়াত নেতা, বরেণ্য আলেম-ওলামা ও বিরোধী দলের নিরপরাধ নেতাকর্মীকে মুক্তি দেয়ার উদাত্ত আহ্বান জানান।

এছাড়াও জামায়াত নেতারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের কাছে নিম্নোক্ত আহ্বান জানান :
- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।
- দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে।
- কোরআন পড়ুন-কোরআন বুঝুন এবং আল-কোরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।
- সুদ, ঘুষ, মদ, জয়া ও দুর্নীতি থেকে বিরত থাকুন।
- ফেইবুক, ইউটিউবসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও সিনেমা হলে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করুন।
- নির্ধারিত খাতে যাকাত পরিশোধ করে নিজের সম্পদকে পবিত্র রাখুন।
- অসহায়, বঞ্চিত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করুন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল