মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক
- অনলাইন প্রতিবেদক
- ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯, আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫০

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।
এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। পরদিন হামলা, পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় মামলা করে পুলিশ।