২২ মার্চ ২০২৩, ০৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪
`

তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে জামায়াত আমিরের সমবেদনা

-

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার দেয়া ওই শোকবাণীতে জামায়াত আমির বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার। এ সময় ঘর-বাড়ি ও সম্পদেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভূমিকম্পে নিহতদের প্রতি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। একইসাথে সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আমি এ ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসাথে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি, তিনি যেন আহতদেরকে দ্রুত আরোগ্য দান করেন।

তিনি আরো বলেন, আমরা আশা করছি, তুরস্ক ও সিরিয়ার জনগণ এ শোক ও সম্পদের ক্ষয়-ক্ষতি সহজেই কাটিয়ে উঠতে পারবে। ইনশাআল্লাহ।

উল্লেখ্য, তুরস্কের মধ্যাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০৪ জন হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি 


আরো সংবাদ


premium cement
প্রাথমিকের ছুটি বাড়ছে না, রমজানেও ক্লাস ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধের বিষয়ে সরকার সজাগ রয়েছে : আইনমন্ত্রী টি-টোয়েন্টি দলে হঠাৎ পরিবর্তন, নান্নুর ভুল ব্যখ্যা বাংলাদেশীদের মাঝে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা মুশফিক অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করা হবে : ইসি রাশেদা দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪ হামাসের প্রতিষ্ঠাতা আহমাদ ইয়াসিনকে হারানোর দিন রমজানকে স্বাগত জানাতে বর্ণিল সাজে লন্ডন আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে : রাষ্ট্রপতি দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪ সকল গৃহহীন মানুষের ঘর নিশ্চিত করতে কাজ করছি : প্রধানমন্ত্রী

সকল