২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

হজের খরচ বৃদ্ধিতে জামায়াতের তীব্র প্রতিবাদ

হজের খরচ বৃদ্ধিতে জামায়াতের তীব্র প্রতিবাদ - ছবি : সংগৃহীত

২০২৩ সালে সরকারিভাবে হজের খরচ রেকর্ড পরিমাণ বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘২০২৩ সালে সরকারিভাবে হজের খরচ রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। এ বছর একটিমাত্র হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যাতে জনপ্রতি খরচ পড়বে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। গত বছর দুটি প্যাকেজ ছিল। প্যাকেজ-১-এ জনপ্রতি খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। গত বছরের সর্বনিম্ন প্যাকেজ থেকে এ বছর জনপ্রতি খরচ বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৬৫ টাকা। এর সাথে আরো যুক্ত হবে কোরবানির খরচ। দেশের সামগ্রিক অর্থনৈতিক দূরবস্থার কারণে এমনিতেই মানুষ নানাভাবে অর্থনৈতিক সংকটে আছে। এর মধ্যে হজের খরচ দেড় লক্ষাধিক টাকা বৃদ্ধি পাওয়ায় অনেকের পক্ষে ধর্মীয় গুরুত্বপূর্ণ এই বিধান পালন করা কষ্টকর হয়ে পড়বে। আমরা হজের খরচ বৃদ্ধির এই সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, হজ হচ্ছে ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্যবানদের ওপর হজের ধর্মীয় বিধান পালন করা ফরজ। হজ সম্পাদনে উৎসাহিত ও সহযোগিতা প্রদান সরকারের একটি নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, হজযাত্রীদের যে ধরনের সহযোগিতা ও সেবা প্রদান করা দরকার সরকার সেভাবে সহযোগিতা করছে না। যেখানে একজনের ওমরা করতে ব্যয় হয় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। সেখানে জনপ্রতি হজের খরচ পড়বে প্রায় ৭ লাখ টাকা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা মনে করি, অনিয়ম-দুর্নীতি বন্ধ করলে এবং সরকার আন্তরিকতার পরিচয় দিলে হজের খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। এর ফলে আরো অনেকেই হজে যেতে উৎসাহিত হবেন এবং ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিধান পালনের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের সুযোগ পাবেন।

তিনি বলেন, হজের খরচ বৃদ্ধির সিদ্ধান্ত পুন:বিবেচনা ও যৌক্তিকভাবে হজের খরচ নির্ধারণ এবং হাজীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

-প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ


premium cement
অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় যেভাবে পোল্ট্রির বাজার নিয়ন্ত্রণে নিচ্ছে করপোরেট কোম্পানিগুলো স্বাধীনতা দিবসে বিজয়ী লাল দল বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার পরীক্ষা করা ৫৬ নদীর সবকটিই অতিমাত্রায় দূষিত, ৩টির অবস্থা ভয়াবহ ‘সিতারা-ই-ইমতিয়াজে’ ভূষিত হলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা হানিফ জলান্ধরি (ভিডিও) টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, মারা গেলেন বড় ভাই রাজনগরে কাঁচা রাস্তা পাকার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল সদ্যবিবাহিত পিটিআই কর্মকর্তার কৃচ্ছ্রতা, সংযম ও আত্মশুদ্ধির মাসে বৈপরীত্য যুক্তরাষ্ট্রে ভারতীয় সাংবাদিকের ওপর খালিস্তানিদের হামলা

সকল