০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯, ১০ রমজান ১৪৪৪
`

কারামুক্ত হলেন যুবদলের সহ-সভাপতি নয়ন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একই গাড়িতে থাকা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনকে টুকুকে গ্রেফতার করা হয়। টুকুও ইতোমধ্যে সব মামলায় জামিন পেয়েছেন।

কারামুক্ত হয়ে নুরুল ইসলাম নয়ন জানান, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আগামীকাল মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ


premium cement