২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সাংবিধানিক অধিকার হরণ করছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী : ইউট্যাব

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। - ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা ও দলটির নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বুধবার রাতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সরকার ভয় পেয়েছে। মূলত সেই ভয় থেকেই জনগণের শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করতে এই হামলা ও গ্রেফতার অভিযান শুরু করেছে। সমাবেশের তিন দিন আগেই এই হামলায় যে হতাহত হলো, তার পুরো দায়-দায়িত্ব এই সরকার ও তার পুলিশ বাহিনীকেই নিতে হবে।

ইউট্যাব নেতৃদ্বয় আরো বলেন, স্বাধীনতার ৫২তম বছরে এসে বিরোধীদের সমাবেশ করার মতো স্বাভাবিক বিষয়কে কেন্দ্র করে যে যুদ্ধাবস্থ তৈরি করা হয়েছে, যেভাবে ধর-পাকড়, হামলা-মামলা ও গুলি করে বিরোধী মতের নেতাদেরকে হত্যা করা হচ্ছে, তা অকল্পনীয়। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।


আরো সংবাদ



premium cement